দুয়ায় হিল্লুল মুশকিলাত বা বিপদ আপদ থেকে মুক্তির দোয়া
__________________
প্রত্যেক দিন ফজর ও আসরের নামাজের পর ‘দুয়ায় হিল্লুলুল মুশকিলাত’ পাঠ করিলে সমস্ত প্রকার বিপদ থেকে নিরাপদ হইবে, সমস্ত চঞ্চলতা দূর হইবে, ঈমান ঠিক থাকিবে, আল্লাহ তাআলা সমস্ত জায়গায় সাহায্য করিবেন, দুশমন ধ্বংস হইবে, হিংসুক নিজ হিংসায় জ্বলিবে, মৃত্যুর সময় কষ্ট হইবে না, কবরে শান্তিতে থাকিবে, নেকীর পাল্লা ভারি হইবে, পাহাড় সমান ঋণ থাকিলেও তাহা পরিশোধ করিতে পারিবে।
اللهم اني اعوذُ بِكَ مِنَ الهم والحزن واعوذ بك مِنَ الْعِجْزِ وَالْكَيْلِ وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ وَالْبَحْلِ وَأَعُوذُ بِكَ مِنْ غَلَبَةِ الدِّينِ وَقَهْرِ الرِّجَالِ – اللَّهُم السني كُلَّ مُهم مِنْ حَيْثُ شِئْتَ وَمِنْ أَيْنَ شِئْتَ حَسْبِيَ اللهُ لِدِينِي حَسْبِيَ اللَّهُ لِدُنْيَايَ حَسْبِيَ اللَّهُ لِمَا أَهَمَّنِي حَسْبِيَ اللَّهُ لِمَنْ بَغِى عَلَى حسبى الله لِمَنْ حَسَدَنِي حَسْبِيَ اللهُ لِمَن كَادَنِي بِسُوءٍ حَسْبِيَ اللَّهُ عِندَ الْمَوْتِ حَسْبِي اللَّهُ عِنْدَ المسئلة في القبر حسبي اللَّهُ الَّذِي لَا إِلَهَ الأَهْوَ عَلَيْهِ توَكَّلْتُ وَهُوَ رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ .
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আউজু বিকা মিনাল হাম্মি অল্ হুযনি অ-আউজু বিকা মিনাল ইজযি অল কায়লি অ-আউজু বিকা মিনাল জুবনি অল্ বাখলি অ-আউজু বিকা মিন গলাবাতিদ্ দাইনি অ-ক্বাহরির্ রিজাল। আল্লাহুম্মা আলসিনী কুল্লা মুহিমমুন মিন্ হাইসু শি’তা অ-মিন আইনা শি’তা হাসবিয়াল্লাহু লি দ্বীনি হাসবিয়াল্লাহু লি-দুনিয়া ইয়া হাসবিয়াল্লাহু লিমা আহাম্মানি হাসবিয়াল্লাহু লিমান বাগি আলাইয়া হাসবিয়াল্লাহু লিমান হাসাদানী হাসবিয়াল্লাহু লিমান কাদানী বি-সুইন হাসবিয়াল্লাহু ইংদাল মাওতি হাসবিয়াল্লাহু ইংদাল মাসাআলাতি ফিল্ কাবরি হাসবিয়াল্লাহু লা-ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়াহুয়া রব্বুল আরশিল আজীম।
তথ্যসূত্র : [শামে শাবিস্তানে রেজা ১ম খণ্ড ৯৯পৃষ্ঠা]
ভোরে নামাজের জন্য বা অন্য কোন কাজের জন্য ঘুম থেকে জাগ্রত হওয়ার আমলঃ
নবী (ﷺ) বলেন : ❝যে ব্যক্তি রাতে বা সকালে যখনই জাগ্রত হওয়ার নিয়্যত করে সূরা কাহাফ এর ১০৭- ১১০ নং আয়াত পাঠ করবে তখনই তার চোখ খুলে যাবে❞
➦ রেফারেন্স : ❴ হাদিস শরীফ : সুনানে দারামি, পরিচ্ছেদ : কিতাবু ফাযায়িলিল কোরআন, খন্ড : ২য়, পৃষ্ঠা নং : ৫৪৬, হাদীস নং : ৩৪০৬ ❵
আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার আমলঃ
হুযুর নবী পাক (ﷺ) ইরশাদ করেন : যে ব্যক্তি সকালে এই দোয়া পাঠ করলো সে সারাদিন মহান আল্লাহ তায়ালার সকল নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করলো এবং সন্ধ্যায় যে পাঠ করলো সে সারা রাত মহান আল্লাহ তায়ালার সকল নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করলো তবে সন্ধ্যায় “بَحَ” এর স্থলে “لی” বলুন।
اللَّهُمَّ مَا أَصْبَحَ لِي مِنْ نِعْمَةٍ أَوْ بِأَحَدٍ مِنْ خَلْقِكَ فَمِنْكَ وَحْدَكَ لَا شَرِيكَ لَكَ فَلَكَ الْحَمْدُ وَلَكَ الشُّكْرُ
উচ্চারণ : আল্লাহুম্মা মা আসবাহ্ লি মিন নিমাতিন আউবিয়া হাদিন মিন খলকিকা ফা মিংকা ওয়াহ্দাকা লা-শারিকালাকা ফা লাকালহামদু ওয়ালা কাশশুকুর।
অনুবাদ: হে আল্লাহ! তোমার সৃষ্টি জগত থেকে যেকেউ যে নেয়ামত সহকারে সকাল করলো তবে তা তোমারই পক্ষ থেকে, তুমি এক, তোমার কোন অংশীদার নেই, সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা তোমার জন্যই
রেফারেন্স : ❴ হাদিস গ্ৰন্থ : বায়হাকি শরীফ, অধ্যায় : শুয়াবুল ঈমান, খন্ড : ৪র্থ, পৃষ্ঠা নং : ৮৯, হাদিস নং : ৪৩৩৮}
যে দোয়া সকাল সন্ধ্যায় ৪ বার পড়লে জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়া যায় :
______________________
عن أنس بن مَالِكٍ رَضِيَ الله عَنْهُ أَنَّ رَسُولَ الله ﷺ قَالَ: مَنْ قَالَأَوْ يُمْسِي: حين يُصبح اللَّهُمَّ إِنِّي أَصْبَحْتُ أُشْهِدُكَ، وَأُشْهِدُ حَمَلَةَ عَرْشِكَ ادِكَتكَ، وَجَمِيعَ خَلْقِكَ أَنَّكَ أَنْتَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا أَنتَ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُكَ وَرَسُولُكَ، أَعْتَقَ اللَّهُ رُبْعَهُ مِنَ النَّارِ، فَمَنْ قَالَهَا مَرَّتَيْنِ أَعْتَقَ اللَّهُ نِصْفَهُ، وَمَنْ لهَا ثَلَاثًا، أَعْتَقَ اللَّهُ ثَلَاثَةَ أَرْبَاعِهِ، فَإِنْ قَالَهَا أَرْبَعًا أَعْتَقَهُ اللَّهُ مِنَ النَّارِ. رواهبو داؤد، باب ما يقول اذا اصبح، رقم
হযরত আনাস ইবনে মালেক ( رضي الله عنه ) হতে বর্ণিত যে রাসূল (ﷺ) এরশাদ করেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়া ১ বার পড়বে সে জাহান্নামের ৪ ভাগের ১ ভাগ আগুন থেকে রক্ষা পাবে আর ২ বার পড়লে ৪ ভাগের ২ ভাগ আগুন থেকে রক্ষা পাবে, ৩ বার পড়লে ৪ ভাগের ৩ ভাগ আগুন থেকে রক্ষা পাবে আর ৪ বার পড়লে জাহান্নামের সম্পূর্ণ আগুন থেকে রক্ষা পাবে। দোয়া টি হলো :
اللَّهُمَّ إِنِّي أَصْبَحْتُ أُشْهِدُكَ وَأُشْهِدُ حَمَلَةَ عَرْشِكَ وَمَلَئِكَتَكَ وَجَمِيعَ خَلْقِكَ إِنَّكَ أَنْتَ اللهُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ وَحْدَكَ لَا شَرِيكَ لَكَ وَأَنَّ مُحَمَّدًا
عَبْدُكَ وَرَسُوْلُكَ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَسَلَّم
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসবাহ্তু উশহিদুকা ওয়া উশহিদু হামালাতা আরশিকা ওয়া মালায়িকাতাকা ওয়া জামিয়া খলকিকা ইন্নাকা আংতাল্লাহু লা-ইলাহা ইল্লা আংতা ওয়াহ্দাকা লা-শারিকালাকা ওয়া আন্না মুহাম্মাদান আবদুকা ওয়া রাসূলুকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
অনুবাদ : হে আল্লাহ! আমি সকাল করলাম, তোমাকে এবং তোমার আরশ বহনকারী ও তোমার ফিরিশতাদের এবং তোমার সমস্ত সৃষ্টিকে সাক্ষী রাখলাম যে, আল্লাহ শুধুমাত্র তুমিই, তুমি ছাড়া অন্য কোন মাবুদ নেই, তুমি একক, তোমার কোন অংশীদার নেই এবং মুহাম্মদ صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তোমার বান্দা ও রাসূল।
রেফারেন্স : ❴ হাদিস শরীফ : সুনানে আবু দাউদ, পরিচ্ছেদ : কিতাবুল আদব, বাবু মাইয়াকওলু ইযা আসবাহা, খন্ড : ৪র্থ খন্ড, পৃষ্ঠা নং : ৪১২, হাদিস নং : ৫০৬৯ ❵
হাদিসের তাহকীক : শাইখ আবদুল আযীয ইবনে বায তার তুহফাতুল আখইয়ার গ্রন্থের ২৩ নং পৃষ্ঠায় আবু দাউদ শরীফের এই সনদ কে হাসান বলেছেন।