জাহান্নামীদের খাবার কেমন হবে তার কএকটি উদাহারণ তুলে ধরা হল-
জাহান্নামের আযাব যে কত ভয়ংকর তা বর্ননা করা যাবে না। তা মানুষের কল্পনা শক্তির বাইরে। শুধু জাহান্নামীদের খাবারের কথা শুনলেই শরীর হিম হয়ে যাবে।
জাহান্নামীদের খাবার সম্পর্কে আল্লাহ বলেনঃ- “তাদেরকে অত্যন্ত উষ্ণ প্রস্রবন থেকে পানি পান করানো হবে। ‘দরী‘ (কাঁটা যুক্ত গুল্ম) ব্যাতীত তাদের আর কোনো খাদ্য থাকবে না, যা তাদের পুষ্ট করবে না এবং ক্ষুধা নিবৃত্তি করবে না।“ (সূরা গাসিয়া: ৫-৭)
তাফসীরকারকরা বলেছেন, দরী হলো হিজাজের কন্টকাকীর্ণ বৃক্ষের নাম যার তিক্ততার কারনে কোনো জন্তু ধারে ঘেঁষে না। ওটা ভক্ষন করলে প্রানী নির্ঘাত মারা যায়।
আরেক তফসিরকারক বলেছেন, এখানে দরী দ্বারা আগুনের কাটা বুঝানো হয়েছে যা এলোয়ে থেকে তিক্ত, মৃতো লাশ থেকে দুর্গন্ধযুক্ত এবং আগুনের থেকে উত্তপ্ত, যা অধিক পরিমানে খেলেও ক্ষুধা নিবৃত্তি হয় না।
“অতঃএব এদিন সেখানে তার কোনো সুহৃদ থাকবে না, এবং ক্ষত নিঃসৃত স্রাব (পুজ) ব্যতীত কোনো আহার্য দ্রব্য থাকবে না, অপরাধী ব্যতীত কেউ ভক্ষন করবে না।” (সূরা হাক্ক: ৩৫-৩৭)
“যাক্কুম গাছ হবে পাপীর খাদ্য, ওটা গলিত তাম্র সদৃশ, তার উদরে ফুটতে থাকবে ফুটন্ত পানির মত। ”(সূরা দুখান: ৪৩-৪৬)
“অতঃপর হে বিভ্রান্ত মিথ্যা আরোপকারীরা! তোমরা অবশ্যই আহার করবে যাক্কুম গাছ থেকে, এর দ্বারা তোমরা উদরপূর্তি করবে। তারপর তোমরা অত্যুষ্ণ পানি, পান করবে তৃষ্ণার্ত উটের ন্যায়। কিয়ামত দিবসে এটাই হবে ওদের আপ্যায়ন।“ (সূরা ওয়াকিয়া: ৫১-৫৬)
“সেখানে ওরা কোনো শীতল বস্তু উপভোগ করবে না, পানীয়ও নয়, কেবল ফুটন্ত পানি ও পুঁজের আস্বাদ গ্রহন করবে।“ (সূরা নাবা: ২৪,২৫)
আল্লাহ তায়ালা যেন আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করেন । আমিন





Users Today : 332
Users Yesterday : 767
This Month : 14754
This Year : 186625
Total Users : 302488
Views Today : 33642
Total views : 3610387