মূল: হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী (রহ.)
অনুবাদ: কাজী সাইফুদ্দীন হোসেন
[ইংরেজি অনুবাদক মুহাম্মদ আবূল ক্বা’সেম কর্তৃক লিখিত ভূমিকা ও টীকা-টিপ্পনীসহ]
*সূরাহ সাবা হতে একটি আয়াত (ومن سورة سَبَأ آية):
আল্লাহতায়ালা বলেন:
وَمَآ أَمْوَالُكُمْ وَلاَ أَوْلاَدُكُمْ بِٱلَّتِي تُقَرِّبُكُمْ عِندَنَا زُلْفَىٰ إِلاَّ مَنْ آمَنَ وَعَمِلَ صَالِحاً فَأُوْلَـٰئِكَ لَهُمْ جَزَآءُ ٱلضِّعْفِ بِمَا عَمِلُواْ وَهُمْ فِي ٱلْغُرُفَاتِ آمِنُونَ.
অর্থ: এবং তোমাদের সম্পদ ও তোমাদের সন্তান-সন্তুতি এরই উপযোগী নয় যে, তোমাদেরকে আমার নিকট পৌঁছাবে, কিন্তু তারাই যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে, তাদের জন্যে রয়েছে বহুগুণ পুরস্কার তাদের কর্মের প্রতিদান; এবং তারা প্রাসাদসমূহে নিরাপদে রয়েছে। [কুর’আন, ৩৪/৩৭; নূরুল ইরফান]
*সূরাহ ফাতির হতে সাতটি আয়াত (ومن سورة فَاطِر سبعُ آيات):
আল্লাহ পাক ফরমান:
يٰأَيُّهَا ٱلنَّاسُ إِنَّ وَعْدَ ٱللَّهِ حَقٌّ فَلاَ تَغُرَّنَّكُمُ ٱلْحَيَاةُ ٱلدُّنْيَا وَلاَ يَغُرَّنَّكُمْ بِٱللَّهِ ٱلْغَرُورُ، إِنَّ ٱلشَّيْطَانَ لَكُمْ عَدُوٌّ فَٱتَّخِذُوهُ عَدُوّاً إِنَّمَا يَدْعُواْ حِزْبَهُ لِيَكُونُواْ مِنْ أَصْحَابِ ٱلسَّعِيرِ.
অর্থ: হে মানবকুল, নিশ্চয় আল্লাহর প্রতিশ্রুতি সত্য; সুতরাং কখনো যেনো তোমাদেরকে প্রতারিত না করে পার্থিব জীবন; এবং কিছুতেই যেনো তোমাদেরকে আল্লাহর নির্দেশের উপর প্রতারণা না করে বড় প্রতারক (শয়তান)। নিশ্চয় শয়তান তোমাদের শত্রু। সুতরাং তোমরাও তাকে শত্রু মনে করো। সে তো আপন দলকে এ জন্যেই আহ্বান করে যেনো তারা দোযখীদের অন্তর্ভুক্ত হয়। [কুর’আন, ৩৫/৫-৬; নূরুল ইরফান]
আল্লাহ রাব্বুল আলামীন বিবৃত করেন:
يٰأَيُّهَا ٱلنَّاسُ أَنتُمُ ٱلْفُقَرَآءُ إِلَى ٱللَّهِ وَٱللَّهُ هُوَ ٱلْغَنِيُّ ٱلْحَمِيدُ، إِن يَشَأْ يُذْهِبْكُـمْ وَيَأْتِ بِخَلْقٍ جَدِيدٍ، وَمَا ذَلِكَ عَلَى ٱللَّهِ بِعَزِيزٍ، وَلاَ تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ وَإِن تَدْعُ مُثْقَلَةٌ إِلَىٰ حِمْلِهَا لاَ يُحْمَلْ مِنْهُ شَيْءٌ وَلَوْ كَانَ ذَا قُرْبَىٰ إِنَّمَا تُنذِرُ ٱلَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُمْ بِٱلْغَيْبِ وَأَقَامُواْ ٱلصَّلاَةَ وَمَن تَزَكَّىٰ فَإِنَّمَا يَتَزَكَّىٰ لِنَفْسِهِ وَإِلَى ٱللَّهِ ٱلْمَصِيرُ.
অর্থ: হে মানবকুল, তোমরা সবই আল্লাহর মুখাপেক্ষী; আর আল্লাহই অভাবমুক্ত, সমস্ত প্রশংসায় প্রশংসিত। তিনি চাইলে তোমাদেরকে নিয়ে যাবেন, এবং নতুন সৃষ্টি নিয়ে আসবেন। এবং এটা আল্লাহর জন্যে কঠিন নয়। এবং কোনো বোঝা বহনকারী প্রাণ অন্যের বোঝা বহন করবে না। এবং যদি কোনো বোঝাধারী আপন বোঝা বহন করার জন্যে কাউকে ডাকে, তবে তার বোঝা থেকে কেউ কিছুই বহন করবে না, যদিও নিকটাত্মীয় হয়। হে মাহবূব, আপনার সতর্ক করা তাদেরই উপকারে আসে যারা না দেখে আপন রবকে ভয় করে এবং নামায কায়েম রাখে। আর যে পবিত্র হয়েছে, তবে সে নিজেরই কল্যাণার্থে পবিত্র হয়েছে। এবং আল্লাহরই দিকে প্রত্যাবর্তন করতে হবে। [কুর’আন, ৩৫/১৫-১৮; নূরুল ইরফান। হাকিমুল উম্মত মুফতী আহমদ ইয়ার খাঁন রহমতুল্লাহি আলাইহ তাঁর উক্ত তাফসীরগ্রন্থে এর ব্যাখ্যায় লিখেছেন, “কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না” মানে কিয়ামতে কোনো মানুষকে অন্য কারো গুনাহের কারণে পাকড়াও করা হবে না, যাতে অপরাধী মুক্তি পেয়ে যায়। কুফরের নেতৃবর্গ যারা তাদের অধীনস্থদেরও গুনাহের বোঝা বহন করবে, তা হবে তাদের পথভ্রষ্ট করার শাস্তি (টীকা-৫৬)। “এবং যদি কোনো বোঝাধারী আপন বোঝা বহন করার জন্যে কাউকে ডাকে, তবে তার বোঝা থেকে কেউ কিছুই বহন করবে না” মানে মনের খুশিতে কেউ কারো বোঝা বহন করার জন্যে প্রস্তুত থাকবে না। অবশ্য মহান রবের তরফ থেকে পথভ্রষ্টকারীদের উপর পথভ্রষ্টদের বোঝা চাপিয়ে দেয়া হবে (টীকা-৫৭)। “হে মাহবূব, আপনার সতর্ক করা তাদেরই উপকারে আসে যারা না দেখে আপন রবকে ভয় করে” মানে হুজূর (দ.) বিশ্ববাসীদের সতর্ককারী। কিন্তু তা থেকে উপকার গ্রহণ করে শুধু মুসলমানবৃন্দই, যাঁদের গুণাবলী পরবর্তী আয়াতগুলোতে উল্লেখ করা হয়েছে। সুতরাং আয়াতগুলোর বিরুদ্ধে কোনো আপত্তি নেই (টীকা-৫৮)]
আল্লাহ ব্যক্ত করেন:
إِنَّ ٱلَّذِينَ يَتْلُونَ كِتَابَ ٱللَّهِ وَأَقَامُواْ ٱلصَّلاَةَ وَأَنفَقُواْ مِمَّا رَزَقْنَاهُمْ سِرّاً وَعَلاَنِيَةً يَرْجُونَ تِجَارَةً لَّن تَبُورَ، لِيُوَفِّيَهُمْ أُجُورَهُمْ وَيَزِيدَهُم مِّن فَضْلِهِ إِنَّهُ غَفُورٌ شَكُورٌ.
অর্থ: নিশ্চয় ওই সব মানুষ, যারা আল্লাহর কিতাব পাঠ করে, নামায কায়েম রাখে এবং আমার প্রদত্ত সম্পদ থেকে কিছু আমার পথে ব্যয় করে – গোপনে ও প্রকাশ্যে, তারা এমনি ব্যবসার আশাবাদী যা‘তে কখনো লোকসান নেই; যাতে তাদের প্রতিদান (আল্লাহ) তাদেরকে পূর্ণমাত্রায় দেন এবং আপন অনুগ্রহে আরো অধিক দান করেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, মূল্যায়নকারী। [কুর’আন, ৩৫/২৯-৩০; নূরুল ইরফান]





Users Today : 293
Users Yesterday : 767
This Month : 14715
This Year : 186586
Total Users : 302449
Views Today : 27046
Total views : 3603789