হযরত হাছান বসরী (রহঃ) এর কাছে এক ব্যক্তি বলল যে, অমূক ব্যক্তি আপনার গীবত করেছে।
এটা শুনে হযরত হাছান বসরী (রহঃ) একটা বড় থালা ভরতী তাজা খেজুর তার জন্যে পাঠিয়ে দিলেন এবং বলে দিলেন যে, আমি জানতে পেরেছি যে, আপনি আপনার নেকী আমাকে দান করেছেন। এটার বিনিময়ে এই সামান্য হাদীয়া খেদমতে পেশ করলাম। পরিপূর্ণ বদলা তো দিতে পারলাম না, মাফ করবেন।
হযরত ইব্রাহীম আদহাম (রহঃ) এর উক্তি
একবার হযরত ইব্রাহীম ইবনে আদহাম (রহঃ) কিছু মানুষের দাওয়াত দিলেন, যখন তারা খানা খেতে বসলো, তখন কারো সমালোচনা করতে লাগল।
হযরত রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম)-গীবতকে মুছলমানের গোশত খাওয়া বলে ঘোষনা করেছেন। একবার হযরত ইব্রাহীম (রহঃ) বললেন, হে মিথ্যাবাদী! তুমি দুনিয়ার ব্যাপারে স্বীয় বন্ধুদের বেলায় কৃপনতা করছ, (অর্থাৎ তাদের প্রয়োজনে দান করছ না।) কিন্তু আখেরাতের ব্যাপারে নিজের দুশমনদের সাথে বদান্যতা প্রদর্শন করছ (অর্থাৎ তাদের গীবত করে নিজেদের নেকগুলো তাদেরকে দিয়ে দিচ্ছ)। অথচ এই কৃপনতার জন্যে তোমার কোন ওজর নেই এবং এই বদান্যতার জন্যে তোমার কোন প্রশংসাও নেই।
তিনটি জিনিস আমলসমূহ বরবাদ করে দেয়
হযরত রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম)-এরশাদ করেছেনঃ তিনটি জিনিস আমল (এর নূর ও ছওয়াব) নষ্ট করে দেয়।
১। মিথ্যা ২। চুগলখোরী (দু’মুখী কথা বলা) ৩। কারো সতর দেখা।
এ জিনিসগুলো যেন মন্দ কাজের গোড়ায় পানি ঢেলে সতেজ করে, যেমন বৃক্ষমূলে পানি সঞ্চিত হয়ে বৃক্ষকে সজীব করে তোলে।
তিন জিনিস রহমত থেকে বঞ্চিত
যে বৈঠকে তিনটি বিষয় হয়, সে বৈঠক রহমত থেকে বঞ্চিত হয়।
১। দুনিয়ার আলোচনা ২। হাসি ও ৩। গীবত।
হযরত ইয়াহয়া ইবনে মুয়াজ (রহঃ) বলেন যে, যদি তোমার মধ্যে ঈমানের তিনটি জিনিস থাকে তাহলে তুমি মুহসিনীন” উত্তম ব্যক্তিদের মধ্যে গন্য হবে।
১। যদি কারো উপকার করতে না পার, তাহলে অন্তত ক্ষতি সাধন করোনা
২। যদি কাউকে খুশী করতে না পার, তাহলে অন্তত দুঃখিত করোনা
৩। যদি কারো প্রশংসা করতে না পার, তাহলে অন্তত মন্দ বলো না।
গীবত সম্পর্কে ফেরেশতাদের মন্তব্য
হযরত মুজাহিদ (রহঃ) বলেন যে, যখন কোন ব্যক্তি নিজ ভাইয়ের ভাল আলোচনা করে, তখন তাঁর সাথের ফেরেশতাগণ বলেন যে, আল্লাহ তা’আলা তোমাকে এবং তাঁকে এরূপই করুন আর যখন মন্দ আলোচনা করে, তখন বলেন যে, তুমি তোমার ভাইয়ের দোষ প্রকাশ করে দিয়েছ, (সুতরাং) তুমি নিজেকে দেখ এবং আল্লাহ্’র শুকরীয়া আদায় কর যে, সে তোমার দোষ প্রকাশ করে নাই বরং গোপন রেখেছে।
জনৈক হাকীম ছাহেবের উক্তি
কোন এক হাকীম ছাহেব বলেন যে, হে মানুষ! যদি তুমি তিনটি কাজ না করতে পার; তাহলে অবশ্যই অপর তিনটি করবে।
১। যদি কারো সাথে সদাচরণ করতে না পার, তাহলে (অন্ততঃ) অসদাচরণ থেকে বিরত থাক।
২। যদি মানুষকে উপকার করতে না পার, তাহলে অন্তত তাদেরকে তোমার অনিষ্টতা থেকে নিরাপদে রাখ।
৩। যদি রোযা রাখতে না পার, তাহলে (অন্ততঃ) মানুষের গোশত খাওয়া থেকে বিরত থাক। (অর্থাৎ গীবত করো না।)






Users Today : 405
Users Yesterday : 767
This Month : 14827
This Year : 186698
Total Users : 302561
Views Today : 41050
Total views : 3617793