কুরবানি হল কয়েক প্রকারের । যথা :-
প্রথমত, ধনী ও গরিব উভয় শ্রেণীর ওপর ওয়াজিব ।
দ্বিতীয়ত, গরিবের উপর ওয়াজিব, কিন্তু ধনীর উপর ওয়াজিব নয়;
তৃতীয়ত, ধনীর উপর ওয়াজিব, কিন্তু গরিবের উপর ওয়াজিব নয়।
১.ধনী ও গরিব উভয় শ্রেণীর উপর ওয়াজিব কখন :-কুরবানির জন্য মানত করা হয়েছে এরূপ বলে আল্লাহর জন্য আমাকে ছাগল কিংবা গরু কোরবানি করতে হবে; কিংবা অমুক গরু অথবা ছাগলের কুরবানী করতে হবে।
২.গরিব শ্রেণীর উপর ওয়াজীব কিন্তু ধনীর উপর ওয়াজিব নয় :- গরিব যদি কুরবানীর উদ্দেশ্যে যদি পশু ক্রয় করে, তাহলে তার ওপর কুরবানী করা ওয়াজিব হবে । অথচ, ধনী শ্রেণীর যদি পশু ক্রয় করে তাহলে পশু ক্রয় করার সাথে সাথে তার উপর ওয়াজিব হবে না।
৩.ধনী ওপর ওয়াজিব কিন্তু গরীবের উপর ওয়াজিব নয় :- কুরবানি ওয়াজিব হওয়া না পশু ক্রয় করার জন্য হবে; না মানাত মানার জন্য হবে, বরং খোদা তায়া’লা যিনি বান্দাকে জীবিত রেখেছেন তার শুকরিয়া জ্ঞাপনের উদ্দেশ্যে এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম- এর সুন্নত কে জীবিত করার উদ্দেশ্যেই হল কুরবানী এবং তা শুধুমাত্র ধনীদের উপর ওয়াজিব। (বাহারে শরীয়াত ১৫ খন্ড ১৩২পৃ:)
(মুফতী নুরুল আরেফিন রেজবী আযহারী)
পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ,ভারত