মুসলিমশরীফের ভাষ্যকার ইমাম মুহিউদ্দিন নবভী রহমতুল্লাহি আলাইহি স্বীয় ‘আল আযকার’ কিতাবে باب ما يقوله من ايس من حياته অধ্যায়ে মুসলিমশরীফের একটি হাদিস বর্ণনা করেছেন-
عن ابى سعيد الخدرى رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه لقنوا موتاكم لا اله الا الله
অর্থ: হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা মুমূর্ষ ব্যক্তিকে ‘লা ইলাহা ইল্লাল্লাহু’ এই কালিমার তালকীন দাও। অর্থাৎ কালিমা শিক্ষা দাও। (মুসলিম)
উক্ত হাদিসের ব্যাখ্যায় ইমাম নবভী বলেন-
واعلم ان جماعة من اصحابنا قالوا نلقن ونقول لا اله الا الله محمد رسول الله
অর্থ: জেনে রাখুন, আমাদের একটি জামাত বলেছেন, আমরা তালকীন করি এবং এভাবে বলি- ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ’।
কলিমা সম্পর্কে ইমাম নববীর অভিমত
পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।