কবরস্থানে সূরা ইয়াছিন পাঠ করা

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

কবরস্থানে সূরা ইয়াছিন পাঠ করা

وأخبرني الحسين بن محمد الثقفي قال: حدّثنا الفضل بن الفضل الكندي قال: حدّثنا حمزة بن الحسين بن عمر البغدادي قال: حدّثنا محمد بن أحمد الرياحي قال: حدّثنا أبي قال: حدّثنا أيوب بن مدرك عن أبي عبيدة عن الحسن عَنْ أَنَسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ دَخَلَ الْمَقَابِرَ فَقَرَأَ سُورَةَ يس خَفَّفَ اللَّهُ عَنْهُمْ وَكَانَ لَهُ بِعَدَدِ مَنْ فِيهَا حَسَنَاتٌ

-“হযরত আনাস (رضي الله عنه) বর্ণনা করেছেন, নিশ্চয় আল্লাহর রাসূল ( ﷺ‎‎) বলেছেন: যদি কেউ কবরস্থানে প্রবেশ করে সূরা ইয়াছিন পাঠ করে, আল্লাহ তা’আলা এর ফলে কবর বাসীদের শাস্তি হালকা করে দেন। এবং ঐ ব্যক্তিকে নেকী দান করবেন কবরবাসীদের সংখ্যানুসারে।”  ৬০৬০,  তাফছিরে ছা’লাভী, ৮ম খন্ড, ১১৯ পৃ:; আব্দুল আজিজ তাঁর ‘খিলাল’ গ্রন্থে স্বীয় সূত্রে বর্ণনা করেছেন; ফতোয়ায়ে শামী, ৩য় খন্ড; তাফছিরে মাজহারী, ৯ম খন্ড, ১০৫ পৃ:; ফতোয়ায়ে বাহরুর রায়েক্ব, ২য় খন্ড, ৩৪৩ পৃ:; ইমাম কুরতুবী: আত তাজকিরা, ১ম খন্ড, ৮৪ পৃ:; তাহতাবী শরীফ, ৬২১ পৃ:; আল আমরু বিল মারুফ ওয়াননাহি আনিল মুনকার লিল খিলাল, ১ম খন্ড, ৯০ পৃ:; ইমাম আইনী: উমদাতুল ক্বারী শরহে বূখারী, ৩য় খন্ড, ১১৮ পৃ:; ইমাম মোল্লা আলী ক্বারী: মেরকাত শরহে মেসকাত, ৩য় খন্ড, ১২২৮ পৃ:; মুবারকপুরী: তুহফাতুল আহওয়াজী, ৩য় খন্ড, ২৭৫ পৃ:;

এই হাদিস দ্বারা প্রমাণিত হয়, কবর যিয়ারতের সময় সূরা ইয়াছিন পাঠ করে মৃত ব্যক্তির রুহে বকশিস করে দেওয়া অনেক নেকীর কাজও বটে। এই হাদিসের সনদ নিয়ে সমালোচনা করেছেন এমন কোন ইমামের কথা খুজে পাইনি। তবে মাওলানা আব্দুর রহমান মুবারকপুরী বলেছেন:

وَهَذِهِ الْأَحَادِيثُ وَإِنْ كَانَتْ ضَعِيفَةً فَمَجْمُوعُهَا يَدُلُّ عَلَى أَنَّ لِذَلِكَ أَصْلًا 

-“এই হাদিস সমূহ যদিও দ্বায়িফ কিন্তু সব গুলো একত্রিত করে দলিল বুঝা যায় ইহার ভিত্তি রয়েছে।” ৬১৬১,  মুবারকপুরী: তুহফাতুল আহওয়াজী, ৩য় খন্ড, ২৭৫ পৃ: ৬৬৯ নং হাদিসের ব্যাখ্যায়;

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment