পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

এক মুসলমানের প্রতি অপর মুসলমানের হক্ব
১. দেখা হলে সালাম দেওয়া। (বুখারীঃ১২৪০)
২. কেউ সালাম দিলে জবাব দেওয়া। (বুখারীঃ১২৪০)
৩. হাঁচির জবাব দেওয়া। (বুখারীঃ১২৪০)
৪. দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা। (বুখারীঃ১২৪০)
৫. অসুস্থ হলে দেখতে যাওয়া। (বুখারীঃ১২৪০)
৬. জানাযার নামাযে অংশ গ্রহণ করা।(বুখারীঃ১২৪০)
৭. কেউ উপদেশ চাইলে উপদেশ দেওয়া।(বুখারীঃ২১৬২)
৮. কারোর প্রতি হিংসা, বিদ্বেষ না রাখা।(মুসলিমঃ২৫৬৫)
৯. প্রত্যেক মুসলমানের সাথে উত্তম আচরণ করা।
(সুনানে তিরমিজিঃ১৯৮৭)
১০. সবাইকে ক্ষমা করা। (মুসনাদে আহমদঃ১৯২৪৪)
১১. কারো ক্ষতি না করা।(ইবনে মাযাহঃ২৩৪০)
১২. দোষ ত্রুটি গোপন রাখা। (সুনানে তিরমিজিঃ১৯৪০)
১৩. বিপদগ্রস্থ হলে সহযোগিতা করা। (বুখারীঃ২৪৪২)
আল্লাহ যেন আমাদেরকে এই আমল গুলা করার তাওফিক দান করেন।




Users Today : 90
Users Yesterday : 357
This Month : 90
This Year : 171961
Total Users : 287824
Views Today : 9347
Total views : 3416910