এক মহান ত্রাণকর্তা
[লেখক:: আরিফ ওয়াকিজ]
১১’ই জিলক্বদ ইসলামী জাহানের অতুল্য মনিষী শাহেন শাহে সিরিকোট সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি রাঃ’র পবিত্র ওরস মোবারক

বইছে প্রবল হাওয়া ঝড়
দুর দুর কাপছে মন,
উত্তাল মম জাহান জুড়ে
দেখছি না তো আপনজন।
বাতিল বন্যা ভাসিয়ে আজ
নিচ্ছে হকের ঘর দুয়ার,
কাতর হয়ে পড়ছে নুয়ে
হৃদয় করছে হাহাকার।
কে বাচাঁবে আজ কে তড়াবে
কোন সে মহান রুপকার,
পদধূলিতে ধন্য করিবে আজি
যোগ্য সাধ্য আছে কার?
এমন আষাঢ়ে সতেজ হয়ে
জেলা হাজারার প্রান্তরে,
ফুটিলো অতুল্য পুষ্প কলি
সৈয়্যদ আহমদ নাম ধরে।
তাহার গন্ধে মাতিলো জাহান
উঠিলো জেগে ঘুম থেকে,
মৃত দেহে বয়ে প্রাণের ছোঁয়া
শিরায় শিরায় খুব হেকে।
জয়ের মশাল হাতে তাহার
ছুটছে দেশ দেশান্তরে,
হকের তরি পার লাগাবে
খোদা রাসুলের প্রেম ভরে।
আজিম মিশন তাহার কাধে
নাবিক মহান সে কিস্তির,
কোথায় গারিবে নোঙ্গর তাহার
তাই ভাবিতে হয় অস্থির।
চাটগামের সেই নাজির পাড়া
গন্ধ যেথায় ইলমের হয়,
এই সে স্থলে হইবে মরকাজ
দয়াল ছিরিকোট ওয়ালা কয়।
জামেয়া আহমদিয়া সুন্নীয়া নামে
দিলো কিস্তি সেথা বসাইয়া,
পীর-এ মগা ইমামের বানি
দিলো জাহানে জানাইয়া।
পীর মুরিদি নজর নেওয়াজ
চায়না পেশওয়ারী সত্বা,
গোটা মাজহাব মিল্লাতে
তিনি এক মহান ত্রাণকর্তা।
ওয়াকিজ তোর কলম চলছে
ঐ মনিষীর তরে?
তাহার জিকির চলছে আজি
আপামর জন ঘরে,




Users Today : 34
Users Yesterday : 357
This Month : 34
This Year : 171905
Total Users : 287768
Views Today : 5596
Total views : 3413159