জিজ্ঞাসা–৯৯১: আসসালামুআলাইকুম। আমার প্রশ্নটা হচ্ছে এক কাপড় পরে বাথরুম করার পর সেই কাপড় পরে কি নামায পড়া যাবে? দয়া করে প্রশ্নটার উত্তর দিবেন। ধন্যবাদ।– Zerin
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
প্রিয় বোন, যদি এমন হয় যে, বাথরুম করার পর কাপড়ে নাপাকির কোনো চিহ্ন দেখা না যায় তাহলে ওই কাপড় পবিত্র। আপনি ওই কাপড়ে নামাজ আদায় করতে পারবেন। আর যদি নাপাকির কোনো চিহ্ন দেখা যায়, তাহলে আপনি ওই জায়গাটুকু পানি দিয়ে ধুয়ে নেবেন। ওই জায়গাটুকু বা তার আশপাশে পানি দিয়ে ধুয়ে নিলেই পবিত্র হয়ে যাবে, পুরো কাপড় ধোয়ার কোনো প্রয়োজন নেই।
হাদিস শরিফে এসেছে,আসমা রাযি. থেকে বর্ণিত,
أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ -فِي دَمِ الْحَيْضِ يُصِيبُ الثَّوْبَ: تَحُتُّهُ، ثُمَّ تَقْرُصُهُ بِالْمَاءِ، ثُمَّ تَنْضَحُهُ، ثُمَّ تُصَلِّي فِيهِ
হায়িযের রক্ত কাপড়ে লেগে যাওয়া প্রসঙ্গে রাসূলুল্লাহ ﷺ বলেছেন, পানি দিয়ে ঘষা দিবে তারপর পানি দ্বারা ভালোভাবে ধৌত করবে। অতঃপর নামাজ আদায় করবে। (বুখারী ২২৭,৩০৭)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
মাওলানা উমায়ের কোব্বাদী





Users Today : 29
Users Yesterday : 357
This Month : 29
This Year : 171900
Total Users : 287763
Views Today : 4652
Total views : 3412215