একটি উত্তম নসিহত

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

এক বুযুর্গ ব্যক্তি কবরস্থানের দিকে তাকিয়ে বললেন, এই কবরস্থানের নিরবতা এবং ক্ববরগুলো এক সমান হওয়ায় যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলে, কারণ এখানে সে কত চিন্তিত, ও পেরেশান ব্যক্তি আছে, তা আর বলার অপেক্ষা রাখেনা এবং এ কবরগুলোর মধ্যে যে কত বড় ব্যবধান বা পার্থক্য আছে, তাও আর বুঝাবার অবকাশ নেই। সুতরাং বুদ্ধিমান সেই ব্যক্তি, যিনি কবরে প্রবেশ করার আগেই এর প্রস্ততি নিয়ে নেন।

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments