√ আমাদের আচার-আচরণঃ
আমি একদিন সকালে বাসায় কিছু না খেয়ে হাঁটতে বের হই।হাঁটতে হাঁটতে আমাদের আমাদের বাসা থেকে একটু দূরে যাই এবং রাস্তার পাশে একটি টি-স্টল দেখতে পাই।দোকানদার মাত্র দোকান খুলেছেন। ভাবলাম এক কাপ চা খেয়ে যাই।
আমিই সেদিনকার ওনার দোকানের প্রথম কাস্টমার। গেলাম লোকটি আমাকে সালাম দিলেন।ওনার মুখেও দাঁড়ি ছিল মাশাআল্লাহ।ওনি দোকানে দাড়িয়ে ছিলেন তারপরও জিজ্ঞেস করলাম, “দোকানদার কে?” জিজ্ঞেস করার কারণ,ওনার বয়স ২২/২৩বছর হবে।আর কথাবার্তায় বাহ্যিক পোশাক-আশাকে মনে হল কোনো ভার্সিটির ছাত্র।ওনি বললেন আমিই।বললাম এক কাপ চা দিন।ওনি বললেন একটু অপেক্ষা করুন দিচ্ছি।মাত্র দোকান খুলেছি তো, তাই পানি গরম হতে একটু সময় লাগবে।আমি বললাম ঠিক আছে।সেদিনই আমার সাথে লোকটির আচরণ আমাকে এতটাই প্রভাবিত করেছে যে, বাসার কাছাকাছি আরও ২/৩ টা টি-স্টল থাকা সত্বেও আমি একটু দূরে ওনার দোকানেই যাই।
আর যতবারই যাই ওনি আমার আরেকটু বেশি প্রিয় হয়ে যান।ওনার দোকানে চা খেতে এখন কেমন যেন একটা আনন্দ অনুভব হয়।
কি বুঝলেন?দেখলেন তো আমাদের একটু ভালো ব্যবহার মানুষকে কতটা প্রভাবিত করতে পারে?আমাদের কতটা প্রিয় বানিয়ে দিতে পারে?তাই আসুন আমার মানুষের কাছে যেরকম আচরণ আশা করি,নিজেরাও মানুষের সাথে ঠিক তেমনটাই আচরণ করি।





Users Today : 20
Users Yesterday : 357
This Month : 20
This Year : 171891
Total Users : 287754
Views Today : 3582
Total views : 3411145