ইস্‌লাহে বেহেস্তী জেওর

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

ইস্‌লাহে বেহেস্তী জেওর  আল্লামা হাশমত আলী বেরেলভী ( রহঃ) –এর লিখিত ঊর্দূ কিতাব। তিনি ইমামে আহ্‌লে সুন্নাত হযরতুল আল্লামা শাহ আহমেদ রেজা খান বেরেলভী ( রহঃ) –এর অন্যতম শাগরিদ ও খলিফা এবং আশরাফ আলী থানবীর সমসাময়িক। অত্র গ্রন্থে বেহেস্তী জেওরের কেবলমাত্র ঐ সমস্ত মাসায়েলের সংশোধন লেখা হয়েছে, যেগুলো আহ্‌লে সুন্নাতের আকিদার বরখেলাফ এবং মাযহাবের ইমামগণের তাহ্‌কীকের ও খেলাফ কিংবা ঢালাওভাবে বর্ণনার কারণে শরীয়তের হুকুম আহ্‌কাম পরিবর্তন কারী ।আশরাফ আলী থানবীর ঊর্দূ কিতাব বেহেস্তী জেওর  মূলত –নারীদের জন্য লেখা কিতাব। এর পূর্ব নাম ছিল তা’লীমুন নিস্‌ওয়ান বা নারী শিক্ষা। পরবর্তীতে তা’লীমুন নিস্‌ওয়ানের পরিবর্তন করে নাম রাখা হয় বেহেস্তী জেওর । পাঠকদের অজস্র অনুরোধে  সুন্নীবার্তা রিসার্স টিম বইটি প্রথম অনলাইনে চাপ্টার ভিত্তিতে প্রকাশ করল।

বেহেস্তী জেওর কিতাব সম্পর্কে ফতোয়ায়ে রেজভীয়ার অভিমত

অনুবাদকের কথা

প্রথম অধ্যায়  –  বেহেস্তী জেওরে বিদ্‌আত-এর ভুল সজ্ঞা ও তার খন্ডন

দ্বিতীয় অধ্যায়  – শিরক ও কুফর প্রসঙ্গ   

তৃতীয় অধ্যায়  – তাক্‌ভিয়াতুল ঈমান কিতাবে ইসমাঈল দেহ্‌লভীর কুফরী আকিদা ও তার খন্ডন   

চতুর্থ অধ্যায়  – অলী আউলিয়াদের কাশ্‌ফ ও অন্তর্দৃষ্টি  প্রসঙ্গে বেহেস্তী জেওরের কুফরী আকিদা খন্ডন

পঞ্চম অধ্যায়  –   দূর হতে কাউকে আহবান করা প্রসঙ্গে বেহেস্তী জেওরের আকিদা খন্ডন

৬ষ্ঠ অধ্যায়  – অলীগণের নিকট কিছু চাওয়া প্রসঙ্গে বেহেস্তী জেওরের আকিদা রদ

সপ্তম অধ্যায়  – কারো নামে রোজা রাখা প্রসঙ্গে বেহেস্তী জেওরের আকিদা রদ

অষ্টম অধ্যায়  – তাজিমী সিজ্‌দা ও ইবাদতের সিজদা্‌র পার্থক্য এবং শরীয়তের হুকুম 

নবম অধ্যায়  –  কোন অলীর নামে পশু ছেড়ে দেয়া প্রসঙ্গে শরীয়তের হুকুম

দশম অধ্যায়  –  কোন অলীর আল্লাহর নামে মানত করা প্রসঙ্গে শরীয়তের হুকুম

একাদশ অধ্যায়  – মাজারের চারদিকে নিছবতের তাওয়াফ বা চককর দেয়া প্রসঙ্গে   

দ্বাদশ অধ্যায়  –  কারও সামনে মাথা নত করা এবং অচল মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকা প্রসঙ্গে

ত্রয়োদশ অধ্যায়  – কারও নামে পশু জবেহ করা প্রসঙ্গে শরীয়তের তাহক্বীক

চতুর্দশ অধ্যায়  –  কারও নামের দোহাই দেয়ার তাহক্বীক

পঞ্চদশ অধ্যায়  –  কোন স্থানের তাজিম করা প্রসঙ্গে

 ষোড়শ অধ্যায়  –  আবদুন্নবী , গোলাম জিলানী , নবী বখ্‌শ- ইত্যাদি নাম রাখা প্রসঙ্গে

সপ্তদশ অধ্যায়  –  কোন বুযুর্গের নামের অজিফা পাঠ করার তাহ্‌ক্বীক

অষ্টাদশ অধ্যায়  – আল্লাহ ও রাসুলের ইচ্ছায় অমুক কাজ  হবে প্রসঙ্গে 

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment