ইসলাম ও বিজ্ঞানঃ ইসলামের প্রাচীনতম গ্রন্থে আধুনিক Discovery-এর বিরল তথ্য

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

সুবহানাল্লাহ! 

দুটো ছবির মধ্যে প্রায় ৮০০ বৎসরের পার্থক্য।

প্রথমটি হচ্ছে  ন্যাশনেল জিওগ্রাফি চ্যানেলের আর দ্বিতীয়টি হচ্ছে

ইমাম আবু আব্দুল্লাহ বিন জাকারিয়া বিন মুহাম্মাদ আল কোযয়িনী( ৬০৫ হিজরী- ৬৮২ হিজরী) এর চিত্রায়িত।

তার লিখিত কিতাব ” আজাইবুল মাখলুকাত ” থেকে সংগ্রহ করা হয়েছে

যাহাতে উনি এমন এক পাখির কথা উল্লেখ করেছেন যাহা কুমিরের দাঁতেরর মধ্যে কুঁটে কুঁটে  নিজের রিযিক(খাবার)হাসিল করে থাকে আর কুমিরেরও ইহাতে প্রশান্তি লাভ হয়।

আল্লাহ তায়ালা সবকিছুর উপর ক্ষমতা রাখেন ।

প্রায় আটশো বছর আগেও  জ্ঞান বিজ্ঞানে অনেক এগিয়ে ছিলেন তৎকালীন মুসলিমরা।

কার্টেসীঃ Sadekur Rahman 

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment