পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।
ভারত কিংবা পাকিস্তান থেকে যখন কেউ মক্কা শরীফে আসত, আমরা দেখতে চাইতাম যে তিনি সুন্নী কিনা। আমরা কেবল তাঁর সামনে ইমামে আহলে সুন্নাত আহমদ রেজা খাঁনের নাম উল্লেখ করতাম। যদি তার মুখটি খুশিতে উজ্জ্বল হয়ে উঠত তবে আমরা ধরে নিতাম যে তিনি সুন্নী। এবং যদি মুখে অসন্তুষ্টি দেখা যেত তবে আমরা অন্য আক্বিদার লোক বলে ধরে নিতাম।”
🖋আওলাদে রাসূল (ﷺ) ড. সৈয়দ হাবিব মোহাম্মদ বিন আলাওয়ী আল মালিকী আল মাক্কী (রহ.)
ইমাম আলাভী আল মালিকী (রহ.)
ইয়েমেনে দারুল মোস্তফায় ১২.১০.২০২০ ইং সোমবার “আ’লা হযরত কনফারেন্স” উদযাপন: