আহলে হাদিসের জালিয়াতির প্রমাণ

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

ইমাম বুখারী রহঃ এর আদাবুল মুফরাদ কিতাবে আহলে হাদীসদের জালিয়াতি!!
========📝সাদেকুর রহমান আযহারী

মাস দেড়েক আগে এক ভাই আদাবুল মুফরাদ গ্রন্থের একটি হাদীসের স্ক্রিনশট দিয়ে বললেন সেইম নুসখাহ (কপি) কিছু তাকে সংগ্রহ করে দেয়ার জন্য।
বই মার্কেটে গেলাম। বিভিন্ন প্রকাশনীর আদাবুল মুফরাদের প্রায় ৩/৪ টি কপি যথারীতি অনুরূপ পরিচ্ছেদ খুলে চোখ ভড়কে গেল!
আদাবুল মুফরাদে ইমাম বুখারী রহঃ এর মূল হাদীসটি হল —
روى الإمام البخاري في كتابه “الأدب المفرد” تحت باب ما يقول الرجل إذا خدرت رجله: قال حدثنا أبو نعيم قال حدثنا سفيان عن أبي إسحاق عن عبد الرحمن بن سعد قال: خدرت رجل ابن عمر فقال له رجل: اذكر أحب الناس إليك فقال: يا محمد. انتهى

অর্থ্যাৎ-  আব্দুর রহমান ইবনু সা’দ রহঃ বলেন,  হযরত আবদুল্লাহ ইবনে উমর রাঃ এর পায়ে ঝিঁঝিঁ দিল। তখন এক ব্যক্তি তাকে বললেন, আপনার প্রিয় ব্যক্তির নাম স্মরণ করুন বা জিকির করুন। সায়্যিদুনা ইবনে উমর রাঃ বললেন, ইয়া মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

প্রায় কপি থেকেই “ইয়া মুহাম্মাদ” সাঃ এর ইয়া শব্দটি মুছে ছাপানো হচ্ছে

প্রিয় পাঠক সায়্যিদুনা ইবনে উমর রাঃ তার প্রিয় নাম হিসেবে নবীজী সাঃ এর নাম উল্লেখ বা এই নামের মাধ্যমে দোয়া করেছেন। এটি আকীদার পরিভাষায় আরবীতে “ইস্তিগাছাতু বিন নাবীয়্যি সাঃ ওয়া লাও গয়িবান” অধ্যায়ের বিশাল আলোচনার দলীল সাব্যস্ত করে। এমনকি ইস্তেয়া’না, ইস্তিগছার উসূলে ব্যাপক পরিবর্তন সাধন করে।

গতকাল হাতে পেলাম সায়্যিদুনা আবদুল্লাহ ইবনে উমর রাঃ এর হাদীস সংক্রান্ত স্বতন্ত্র আলোচনার প্রায় আড়াইশো পৃষ্ঠার কিতাব।

আশাকরি কিতাব জালিয়াত আহলে হাদীসরা কখনো সফলকাম হবে না। তারা “ইয়া” শব্দ মুছে যা প্রমান করতে চায়,  আল্লাহ তায়ালা সূরা ইউসুফে তার জবাব দিয়ে রেখেছেন।
“يوسف اعرض عن هذا” بمعني يا يوسف
অতএব প্রমাণিত হল হরফে নিদা ইয়া শব্দটি কখনো কখনো মাহযুফ বা উহ্য থাকে। সুতরাং আহলে জালিয়াতিরা ইয়া মুছে দিলেও আল্লাহ তায়ালা নবীজী সাঃ এর মান মর্যাদার জ্যোতি বিচ্ছুরিত করবেনই।

#ছবিঃ পুরাতন হস্তলিখিত পান্ডুলিপিতে ইয়া শব্দ সাব্যস্থ থাকার প্রমান।

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment