আসসালাম আহমদ রেজা”
[লেখক :: আরিফ ওয়াকিজ]
২৫’শে সফর ইসলামের চতুর্দশ শতাব্দির মহান সংস্কারক দেরহাজারের অধিক কিতাব রচয়িতা
আ’লা হযরত ইমাম আহমদ রেজাঁ খান রাহঃ এর ১০১ তম ওফাত দিবস,

আলা হযরত একটি সূর্য
উঠিলো বেরেলী প্রান্তরে,
যাহার আলোর ধারা বহে
পাক মদিনার পথ ধরে।
এক জবান আর এক কলম
ছুটছে প্রবল বেগে,
যার পরশে মদিনার ইসলাম
উঠিলো আবার জেগে।
ভ্রান্ত ভন্ড বেদাত কুফর
দিতে সকলকে সাজা,
খোদা রাসুলের মকবুল হয়ে
এলেন আহমদ রেজা।
সিদ্দিকি প্রেম ফারুকী তেজ
খাদেমে ওসমান গনী,
মাওলা মুশকিল কুশা আলীর
ইলমের ঝলক তিনি।
খোদার করুনা নবির দয়া
মোওজেজায়ে মুস্তাফা,
গুনিজনে বলে তাহার শানে
যুগের আবু হানিফা।
জ্ঞান বিজ্ঞানে তাহার যাত্রা
ভেদ করে মহাকাশ,
শিক্ষার এক মহা সমুদ্র
ভুলের নাহি অবকাশ।
তাহার কলমে তেজ যেমন
আলির যুলফিকার,
মাসলাকে রেজা দমাতে পারে
এমন সাধ্য কার?
দ্বীনের মহান সংস্কারক তিনি
ইশকে নবীর পেশওয়া,
গাউছ দাতা খাজা নিজামের
তিনি বেলায়তের জলওয়া।
মারহাবা হে শাহে আলম
আসসালাম আহমদ রেজা,
ওয়াকিজের লও লাখো সালাম
আসসালাম আহমদ রেজা।






Users Today : 380
Users Yesterday : 759
This Month : 5414
This Year : 177285
Total Users : 293148
Views Today : 8521
Total views : 3463632