সালামে মুস্তাফা নবী প্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত
★মুস্তফা জানে রহমত পে লাখো সালাম,
শময়ে বজমে হেদায়াত পে লাখো সালাম।
#অর্থঃ-মুস্তফা (বাছাইকৃত) যিনি রহমতের প্রাণ, তাঁর সকাসে লক্ষ সালাম;
লক্ষ সালাম নিবেদন করছি যিনি হেদায়াতের আসরের আলোকবর্তিকা।
★মুহরে ছরখে নবুয়্যত পে লাখো সালাম,
গুলে বাগে রেসালাত পে লাখো সালাম।
#অর্থঃ- নবুয়্যতের আকাশের সূর্যের প্রতি আলোকোজ্জ্বল দরূদ বর্ষিত হোক, নিবেদন করছি রেসালাতের বাগিচার পুষ্পের প্রতি লক্ষ সালাম।
★শাহরে ইয়ারে হরম তাজেদারে হেরম,
নও বাহরে শাফায়াত পে লাখো সালাম।
#অর্থঃ- বেহেশতের বাদশা, কা’বার সম্রাট, শাফায়াতের সূচনাকারীর প্রতি লক্ষ সালাম।
★শবে আসরা কি দুলহা পে দায়েম দরূদ,
নওশাহে বজমে জান্নাত পে সালাম।
#অর্থঃ-মি’রাজ রাতের দুলহার প্রতি অনন্ত দরুদ, বেহেশতী জলসার মধ্যমণি (শ্রেষ্ঠজন)-এর প্রতি রইলো লক্ষ সালাম।
★নূরে ‘আইনে লতাফত পে আলফত দরুদ,
যিবও যইনে নাযাফত পে লাখো সালাম।
#অর্থঃ-আপাদমস্তক সূক্ষ্ম নূরানী সত্তার প্রতি পবিত্রতম দরুদ। পরিচ্ছন্নতার সৌন্দর্যকে লক্ষ সালাম জানাই।
★জিসকে যেরে লেওয়া আদমও মন সেওয়া,
উস্ সজায়ে সিয়াদাত পে লাখো সালাম।
#অর্থঃ-হযরত আদম আলাইহিস সালাম এবং অপর সকলে যাঁরই পতাকাতলে, কর্তৃত্বের সেই যোগ্যতার প্রতি লক্ষ সালাম।
#সালামে মুস্তফা ইমাম আহমদ রেযা বেরেলবী (রহ) এর নবী প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত, সালামে মুস্তফায় ১৬০ টি শের আছে, যে শের গুলা পাঠ করলে বুঝা যায় নবী প্রেম কি জিনিস। আর ইমাম আহমদ রেযা বেরেলবী রহ,. শ্রেষ্ঠ কীর্তি হল কুরআনুল কারীমের উর্দু বঙ্গানুবাদ কানযুল ঈমান, বর্তমানে এটার অনুবাদ বাহির হয়েছে।
#হানাফি ফিক্বহের সবচেয়ে বড় ফাতাওয়ার কিতাব
“আল-আত্বউন নাবাবীয়্যাহ ফি ফাতাওয়ায়ে রেযভীয়্যাহ” ৩০ খন্ডে, ২১০০০ পৃষ্ঠা, যেখানে প্রায় ১২০০০ হাজার হাদিস সন্নিবেশিত হয়েছে। হাদীসের কিতাবও লিখেছেন ৪খন্ডে।
ইমাম আহমদ রেযা বেরেলবী রহ,. একজন নিজেই একটি বিশ্বকোষ, যার প্রতিটি লেখনী ছিল নবী প্রেমের উপর, আর বাতিলের জন্য একটি বুলেট।
#আজ ইমাম আহমদ রেযা বেরেলবী রহ ১০২ তম উফাত শরীফ। আল্লাহর দরবারে প্রার্থনা, আল্লাহ তায়ালা যেন উনার দারাজাত বৃদ্ধি করে দেন এবং আমাদেরকে উনার রুহানী ফুয়ূযাত দান করেন। “আমিন”
#খাকছার,
Tuhinur Rahman Shahjahan