পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।
মুফতি লুৎফর রহমান ফরায়েজী ফতোয়া দিয়েছেন,আযান এর সময় মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসুলুল্লাহ বলেন,তখন বৃদ্ধাঙ্গুলি বা শাহাদাত আঙ্গুলে চুমু খেয়ে চোখে মালিশ করার আমল নাকি বিদআত।

অথচ
ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ,২য় খন্ড,১৪৫ নং প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে,আযানের সময় অঙ্গুলি চুম্বন করে চোখে লাগানোর বিধান কি?
জবাবে মুফতিয়ে আযম আরেফ বিল্লাহ মওলানা মুফতি আযিযুর রহমান ছাহেব উসমানী, যিনি দারুল উলুম দেওবন্দের প্রথম গ্র্যান্ড মুফতি,(কিতাবে নামটি এভাবেই লেখা আছে!) ‘ফতোয়া শামী’ শরীফের ইবারাত নক্বল করে বলেন,আমলটি মুস্তাহাব!


আল্লাহ আমাদের হক জানার এবং হকের উপর থাকার তাওফিক দিন, আমিন!





Users Today : 20
Users Yesterday : 357
This Month : 20
This Year : 171891
Total Users : 287754
Views Today : 3595
Total views : 3411158