আনতা রাব্বি আন্তা হাসবি-২
ভালোবাসি রব,কুরআনের সব
রসূলের দেখানো পথ,
ভালোবেসে ফুল,মনটা ব্যাকুল
মালিকের করি ইবাদত,
চাই রহমত, পাই রহমত
চাই রহমত আমি পাই রহমত
দিবানিশি তার করি ইবাদত।
“আনতা রাব্বি আন্তা হাসবি
আনতা লী নিঈমাল ওয়াকিল”-১
আল্লা’র পানে,প্রশংসা গানে
চেয়েছি যখনি সুখ,
অশান্ত মনে,সিজদাহ লগনে
সেরে গিয়েছে অসুখ।
আকাশের নীল, মনের ঝিল
আকাশের নীল, মনের এই ঝিল
মগ্ন প্রভুর প্রেমে ধরা নিখিল
চাই রহমত, পাই রহমত
চাই রহমত আমি পাই রহমত
দিবানিশি তার করি ইবাদত।
“আনতা রাব্বি আন্তা হাসবি
আনতা লী নিঈমাল ওয়াকিল”-১
পথহারা হলে,কভু অতলে
তবুও ফিরে আসি হায়,
আমিতো জানি,এ জীবনখানি
ঠিক বাঁচে রবের দয়ায়।
‘এই বুকের মাঝ দুচখের ভাঁজ’-১
ভয়ে কেঁপে ওঠে পাপিষ্ঠ দিল
চাই রহমত, পাই রহমত
চাই রহমত আমি পাই রহমত
দিবানিশি তার করি ইবাদত।
“আনতা রাব্বি আন্তা হাসবি
আনতা লী নিঈমাল ওয়াকিল”-১