আদব কি ও কাকে বলে? এবার চোখে দেখুন..
———
নবী বংশের ২৬তম আওলাদ, দুরূদে তাজ শরীফের লিখক, আওলাদে রাসূল (ﷺ), ফখরুল উজুদ শায়খ আবু বকর বিন সালিম (রহমাতুল্লাহি আলাইহি) এর বংশ/গোত্র/গোষ্ঠির বর্তমান “মুন্সেফ” (গদীনিশীন/দায়িত্বশীল) আওলাদে রাসূল (ﷺ) শায়খ হাবিব হাসান (হাফিজাহুল্লাহ) এর জুতো ঠিক করে দিচ্ছে “দারুল মোস্তফা” (তারীম, হাদরামাউত, ইয়েমেন) এর প্রতিষ্ঠাতা একই বংশ/গোত্র/গোষ্ঠির বংশধর, অন্যতম শ্রেষ্ঠ নক্ষত্র, আলিম, আওলাদে রাসূল (ﷺ) শায়খ হাবিব ওমর বিন মুহাম্মাদ (হাফিজাহুল্লাহ)।
অন্যদিকে শায়খ হাবিব হাসানের ছেলে বিয়ে করেছেন শায়খ হাবিব ওমরের মেয়েকে, তথা বেয়াই সম্পর্ক। আমি (মুহিব্বুল্লাহ সিদ্দিকী) প্রিয় মাতৃভূমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। ইয়েমেনের সূফীদের কিছু কিছু আদব ও আখলাক আমাকে কাঁদাতে বাধ্য করে।
🌷গত বছর দেখেছি ইয়েমেনের আরেক নক্ষত্র আওলাদে রাসূল (ﷺ) শায়খ হাবিব আবু বকর আল-আদনী বক্তব্য দিচ্ছেন, অন্যদিকে ৬০+ বয়সী শায়খ হাবিব ওমর মাইক্রোফোন ধরে রেখেছেন।
🌷গত রবিউল আওয়ালে দারুল মোস্তফার ময়দানে দেখেছি, আওলাদে রাসূল (ﷺ) শায়খ হাবিব আবু বকর আল-আদনী মঞ্চে চেয়ারে বসে বক্তব্য দিচ্ছেন, শায়খ হাবিব ওমর সাধারণ মানুষের সাথে চাটাইতে বসে বক্তব্য শুনছেন।
🌷গত শাবানে হযরত নবী হুদ (আলাইহি সালাম) জেয়ারতে আমরা গিয়েছিলাম। প্রোগ্রাম ছিল এরূপ মাযার শরীফ থেকে সামান্য দূরত্বে অবস্থিত “মসজিদ ওমর মেহদারে” আমরা শায়খ হাবিব ওমরের সাথে আসরের নামায আদায় করে প্রথমবার জেয়ারতে যাবো। আসরের নামাযের সময়ে শায়খ হাবিব ওমর আসলেন, জিজ্ঞেস করলেন, আসরের আযান হয়েছে কি? উত্তর দেয়া হলো “না”। সাথে সাথে শায়খ হাবিব ওমর হাফিজাহুল্লাহ আসরের আযান দিলেন।
ইয়া রাসুলুল্লাহ (ﷺ) আপনার আওলাদের আদব ও আখলাক এত সুন্দর হলে, আপনার চরিত্র/আদব/আখলাক স্বরূপ অনুমেয়। কারণ আল্লাহ তাআলা বলেছেন-
وَ اِنَّکَ لَعَلٰی خُلُقٍ عَظِیۡمٍ-
অর্থাৎ- “আর নিশ্চয় আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত।” (আল কালাম-৪)
হে আল্লাহ তাআলা, আমাদেরকে সুন্দর আদব ও আখলাক অর্জনের তাওফিক দিন। আপনি নবীজী (ﷺ), আহলে বাইত ও সমস্ত আওলাদে রাসূল (ﷺ) রহমত বর্ষন করুন আমিন।
কৃতঃ Mohammad Mohibbullah Siddiqui