আগুন নিভানোর দোয়া

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

তিবরানী ও ইবনে আসাকের থেকে বর্ণিত আছে, রসুলে করীম (ﷺ) এরশাদ করেছেন, তোমরা আগুন লাগতে দেখলে আল্লাহু আকবার বলো। এই তকবীরধ্বনি আগুন নিভেয়ে দেবে। এটি একটি পরীক্ষিত আমল। উলামা কেরাম বলেন, আগুন শয়তানী  পদার্থ। শয়তানকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে। শয়তানের মতো আগুনেও রয়েছে ব্যাপক ধ্বংসাত্মকতা। আগুন তার নিজের স্বভাবে সর্বোচ্চ ধ্বংসলীলাটি যত্নসহকারে সংরক্ষণ করে। শয়তানও তাই চায়। বনী  আদমকে ধ্বংস করে দেয়াই তার মূল উদ্দেশ্য। শয়তান এবং আগুন উভয়েই বিশৃঙ্খলাকাংখী। আল্লাহ্তায়ালার শ্রেষ্ঠত্বের সামনে কোনোকিছুই টিকতে পারে না। তাই সব মুসলমান তকবীর বলতে থাকলে আল্লাহ্তায়ালা অগ্নি নির্বাপিত করে দেন। এ আমলটির সাথে অভিজ্ঞতাও জড়িত।

➥[কিতাবঃ মাদারেজুন নবুওয়াত। মূলঃ ইমাম আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী (رحمة الله)] 

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments