আখেরাতে রাসূলুল্লাহ্ (দ:) এর সহাচার্যতা

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

হযরত রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু তা‌‌আলা আলাইহি ওয়া সাল্লাম) – একবার বললেন, আয়েশা! পরকালে যদি তুমি আমার কাছে পোঁছতে চাও এবং থাকতে চাও, তাহলে দুনিয়াতে তোমার জন্যে মুছাফিরের মত পাথেয় যথেষ্ট হওয়া চাই, সম্পদ শালীদের সাহচার্যতা থেকে দূরে থাকবে, পরিধানের কাপড়ে তালি (পট্টি) লাগানোর পূর্ব পর্যন্ত পরিধান বর্জন করবেনা।

একবার তিনি হযরত রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু তা‌‌আলা আলাইহি ওয়া সাল্লাম)  দোয়া করলেন, হে আল্লাহ্! আমাকে যে ভালবাসে তাকে এফাফ ও কাফাফ দান কর। এফাফ অর্থ পূত-পবিত্রতা আর কাফাফ অর্থ রোজীতে যথেষ্টতা।

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments